বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর সুনামগঞ্জ -পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন এলেই বিএনপি আবোল তাবোল কথা বলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদেশের মানুষকে গোলামী শৃঙ্খল পড়াতে বিদেশি লোকজনকে নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা, আর স্যান্ডইউচ খেয়ে বলে, এদেশে আইন নেই, গণতন্ত্র নেই। ভোট নেই। বিএনপির এক দন্ডিত নেতা লন্ডনে বসে মোবাইল ফোনে দেশে চালাতে চায়। দেশের মানুষ এসব বিশ্বাস করে না। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জনগন যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে।
তিনি বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যাগে গণহত্যায় শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও মাহবুব হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর,স্হানীয় সরকার এলজিইডির উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সমাজকর্মী মুক্তাকীন আহমেদ প্রমুখ
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, গত ১৫ বছর সারাদেশে ব্যপক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, যোগাযোগ ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। এ সরকারের ধাবাবারিক উন্নয়নের জন্য আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য তিনি আহবান জানান। পরিকল্পনা মন্ত্রী এরপর স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ৯৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা ব্যয়ে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৯০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ধোধন করেন।
Leave a Reply