1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
হেড লাইন
কৃষকের চাষের মাঠে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দু’টি গাড়ী সহ গ্যারেজ ॥ থানায় অভিযোগ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল জগন্নাথপুরে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায় মধ্যবিত্ত ‘সঙ্কুচিত কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্যাপিত নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তিগঞ্জ স্বাধীনতা দিবস পালন করেছে বিজ কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর বীমার দাবীর চেক প্রদান গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নবীগঞ্জের বুরহান পুরে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ

  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৪২ শেয়ার হয়েছে

গুলিবিদ্ধ ১০ জন সহ আহত ১৫৷ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে রাস্তায় বিয়ের গেইট নির্মানকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধে ও রক্তক্ষয়ী ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তন্ত ১৫ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে৷ এর মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানাগেছে৷

বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ৬জুন মঙ্গলবার সকাল অনুমান ৯ ঘটিকায়৷ আহতরা হলেন, বুরহানপুর গ্রামের গেদা মিয়ার পুত্র শরীফ মিয়া-(৩৮), তৌলদ মিয়ার পুত্র রিজন মিয়া( ৪৫),আমিন উল্লার পুত্র সেকুল মিয়া (২৬), একই গ্রামের তুহিন মিয়া (৩৩), সাইফুর রহমান (৩২), আব্দুল হাদী (৫৫), শামীম মিয়া (৪২),দিদার মিয়া ( ২৯), শানুর মিয়া (৪২) দিলাওর মিয়া (৪০), আকিনুর (৪০) ও গেদা মিয়া স্ত্রী রাহিমা চৌধুরী (২৮) সহ অন্তত ১৫ জন৷ স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের গেদা মিয়ার পুত্র রাহিম মিয়ার সহিত সুনামগঞ্জ সদরের জনৈক ব্যক্তির কন্যার আগামী ৯ জুন বিবাহের দিনধার্য্য করা হয়৷

এ বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে রাহিম মিয়ার লোকজন বাড়ীর সামনে রাস্তার বিভিন্ন ন্থানে ৫টি অন্থায়ী গেইট নির্মান করেন৷ এর মধ্যে একটি গেইট গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জাকির মিয়ার বাড়ীর সামনে বাঁশ ও বাহারী রংয়ের কাপড় দিয়ে বানানোর সময় বাধা প্রদান করেন জাকিরের লোকজন, তবে বাধা বিপত্তি উপেক্ষা করে রাহিম ও তার পক্ষের লোকজন গেইট নির্মান করেন উল্লেখিত স্থানে৷ এরই জেরধরে জাকির মিয়ার বাড়ীর সামনের গেইটটি ঘটনার সময় জাকিরের লোকজন ভ্যংচুর করে ফেলেন৷ এরই জেরধরে প্রথমে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে এক পর্যায়ে দু’পক্ষের লোকজনই আগ্নেয়াস্ত্র ( বন্দুক) দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে উভয় পক্ষের লোকজন গুরুতে আহত হন৷

একপর্যায়ে এলাকার লোকজন ও থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়৷ তবে এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান৷

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খবর পেয়ে তাৎক্ষণিক আমরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি, আগ্নেয়াস্ত্র গুলো বৈধ কি অবৈধ এ প্রশ্নের জবাবে তিনি বলেন এ গুলো এখনো বলা যাচ্ছে না,তবে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD