কুলাউড়া প্রতিনিধি ঃ
কুলাউড়া উপজেলার কর্মধা হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদীস টাইটেল মাদরাসায় “বেকাফুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” কওমী
মাদরাসার শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়।
২৫ মে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা হলরুমে অত্র মাদরাসার আয়োজনে “বেকাফুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” কওমী মাদরাসার শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার সভাপতি আলহাজ¦ মছদ্দর আলীর সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকাফুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, অত্র মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, সাবেক ইউপি সদস্য হাজী মাকসুদ আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পংকি। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকদের হাতে তাদের পুরস্কার তুলে দেন অনুষ্টানের অতিথিবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।