মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারে দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার কার্যালয় পরিদর্শন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার দুপুরে তিনি পত্রিকাটির এম সাইফুর রহমান সড়কের কার্যালয়ে এসে পৌছেন।
এসময় দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কমিউনিটি নেতা মকিস মনসুর এবং সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম পত্রিকা অফিসে মন্ত্রীকে স্বাগত জানান।
মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি মকিস মনসুর পত্রিকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ।
এর জবাবে মন্ত্রী এম এ মান্নান সঠিক সংবাদ পরিবেশ করার জন্য পত্রিকাটির সকল সংবাদকর্মীর প্রতি আহবান জানিয়ে তার পক্ষ থেকে মৌমাছি কণ্ঠ পত্রিকাকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট কমিউনিটি নেতা এম রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply