বিশেষ প্রতিনিধি::
আর মাত্র একদিন বাকী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। প্রত্যেক প্রার্থীর জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কর্মী সমর্থকরা।
এবার উপজেলা পরিষদের নির্বাচনে ক্লিন ইমেজের নৌকার প্রার্থীর জন্য দলীয় নেতাকর্মীরা কাজ করলেও রানীগঞ্জ ইউনিয়নে দিন রাত ভোটারের কাছে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চাইছেন রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম আহমদ।
এ সময় সুনামগঞ্জ বাসী স্বপ্নের সেতু রানীগঞ্জ সেতু সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী ৫বছরের জন্য গত নির্বাচনের মত আবারো নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আহবান করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জন্ম লগ্ন থেকে বাংলার আপময় জনসাধারনের কাছে দেখে কাজ করে যাচ্ছে। জনগনের অধিকার আদায়ে করতেছে। ইতিহাসের সব থেকে বড় বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক সমস্যার জন্য জন সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
এ সময় সহ সভাপতি জায়েদ আহমদ, সাধারন সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক জুমেল আহমেদ, শেখ কামরান, আকমল হোসেন অপু, রায়হান মিয়া সহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply