মুহাম্মদ আফজাল হোসেন, জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়।
প্রেস কনফারেন্স লিখিত বক্তব্য পাঠ করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন সহ সাংবাদিক বৃন্দ।
লিখিত বক্তব্য থেকে জানাযা যে ৩৯ হাজার ৩ শত ৬৫ টি ঘর প্রদান করা হয়। সারা দেশে ৭ টি উপজেলা ১৫৯ টি উপজেলা ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।হস্তান্তর যোগ্য ভীমখালী ইউনিয়নের মল্লিকপুরে ৪ টি, সাচনা বাজার ইউনিয়নের নুরপুর ৩৬ টি, সুজাতপুর ৮০ টি, ফেনারবাক ইউনিয়নে রামপুর ৮০ টি পরিবার। সর্বমোট ২ শত পরিবার। আগামী কাল ২২ মার্চ সকাল ১০.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে ২শত পরিবারকে ২শতক জমি সহ গৃহ প্রদান করা হবে। কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের সাথে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে যুক্ত হবে। গৃহ প্রদান সনদ, কবুলিয়ত ও খতিয়ান উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।
Leave a Reply