ছাতক প্রতিনিধি::
ছাতক মডেল সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মদিন উপলক্ষ্যে ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়স্হ বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন, স্কুল হল রুমে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারা আসনে সম্ভ্যাব্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, শামিম আহমদ চৌধুরী,
সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দিলিপ রঞ্জন দাস, দেলোয়ার হোসেন খান, সহকারী শিক্ষক জীবেশ চক্রবর্তী, মাওলানা জাকির হোসেন, আবুল কালাম, সুব্রত কুমার দাস, লক্ষন চন্দ্র সাহা, সাবিকুন নাহার, সুমি রাণী চৌহান, ললিতা বেগমসহ শিক্ষক/শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র মুগ্ধ আহমদ, গিতা পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্র দেবাঞ্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্র নাহিয়ান হোসেন তুষার।
Leave a Reply