বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মোঃ আনোয়ার হোসেন ও পারভীন বেগমের বড় ছেলে মোঃ দিলোয়ার হোসেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) অধীনে সিলেটের স্বনামধন্য ও প্রাচীন বিদ্যাপিঠ জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল (এম.এ) মাদ্রাসা থেকে তাকমিল ফিল হাদীস বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে গতকাল শনিবার সনদ ও পাগড়ী গ্রহন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলোয়ার হোসেন এর ছবি সহ পোষ্ট করে অভিনন্দন দেন। পাশাপাশি তারা লেখেন তার এই অর্জনে তার পিতা-মাতা ও এলাকাবাসী সবাই আনন্দিত। আল্লাহ তায়া’লা যেন তাকে দ্বীনের দা'য়ী হিসেবে কবুল করেন। সে দেশ ও সমাজের জন্য কাজ করতে আগ্রহী। পাশাপাশি সে সকলের দোয়া, পারস্পরিক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশী।
উল্লেখ্য সে রানীগঞ্জ দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরিক্ষায় তৎকালীন ব্যাচে সর্বোচ্চ ফলাফল অর্জন করেন। পাশাপাশি তিনি রানীগঞ্জ মাদ্রাসার ছাত্র সংসদের (২০১৩-১৪) সেশনের সাবেক নির্বাচিত ভিপি ছিল।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।