নগদ ৩ লাখ টাকা, ১১ টি দামী মোবাইল সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে
স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার হাজী নুরুল হক মার্কেটের মেসার্স জাহাঙ্গীর এন্টার প্রাইজ এন্ড কনকা ইলেক্ট্রিক ডিলারে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে৷
জানাযায়, উপজেলার ওই বাজারের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর এন্টার প্রাইজ এন্ড কনকা ইলেক্ট্রিক ডিলারে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুষ্কৃতিকারীরা দোকানের পেছনের দেয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করে দোকানে রক্ষিত দামী ব্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১১টি, ড্রয়ারে রক্ষিত নগদ ৩ লক্ষাধিক টাকা ও দামী মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান দোকানের ম্যানেজার জাবেদ আলী চৌধুরী৷ তিনি আরো জানান, পবিত্র জুম্মার নামায শেষে তারা দোকানে প্রবেশ করেই দেখতে পান সবকিছু এলোমেলো ও ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটিয়েছে৷
সিসি ক্যামেরার ফুটেজে সেই দৃশ্য স্পষ্ট দেখা যায়, কখনো চোরের মুখে মাস্ক, কখনো মাস্ক ছাড়াও দেখা যায়,তবে সাদাকালো ভিডিও ফুটেজ হওয়ায় চোরকে সনাক্ত করা যাচ্ছে না৷ এদিকে এই দুঃসাহসিক চুরির ঘটনাে সংবাদ পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শামসুদ্দিন খান, এস,আই লোকেশ দাশ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরির ঘটনার রহস্য উদঘাটন করে এই চোর চক্রকে আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷ এঘটনায় গোপলার বাজার ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে৷
Leave a Reply