কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ৭০৭ শাখার অর্ন্তগত কানাইঘাট উত্তর বাজার উপ-পরিষদের সিএনজি চালকদের টাকা স্ট্যান্ডের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ কর্তৃক আত্মসাতের ঘটনায় স্ট্যান্ডের কয়েক’শ চালক ফুসে উঠেছেন।
গত বৃহস্পতিবার বিকাল ৪টায় কানাইঘাট উত্তর বাজারে উপ-পরিষদের কার্যালয়ে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ৭০৭ শাখার অর্ন্তভুক্ত সকল উপ-পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কানাইঘাট দক্ষিণ বাজার, উত্তর বাজার, রাজাগঞ্জ বাজার, শহরউল্লাহ বাজার, গাছবাড়ি বাজার, চতুল বাজার, বড়বন্দ বাজার, ঈদগাঁহ বাজার, সুরইঘাট বাজার, ভবানীগঞ্জ বাজার ও সড়কের বাজার উপ-পরিষদের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ৭০৭ শাখার অর্ন্তভুক্ত কানাইঘাট উত্তর বাজার শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ বশির আহমদের কাছে অত্র শাখার প্রায় ৭ লক্ষ টাকা পাওনা রয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের কাছে সভাপতি জাকারিয়ার ১টি স্বাক্ষরিত চেকপাতা সহ জরুরী সকল কাগজপত্র রয়েছে। শ্রমিকদের জমানো টাকা সহ চেকপাতা ও জরুরী কাগজপত্র উদ্ধার করতে শ্রমিকরা দীর্ঘদিন থেকে জেলা নেতৃবৃন্দ সহ সূধীজনদের ধারস্থ হয়ে বিষয়টি ঘরোয়া ভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু কোনভাবে ব্যাংকের চেকপাতা, কাগজপত্র ও শ্রমিকের পাওনা টাকা উদ্ধার না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
জরুরী সভায় তারা আরো বলেন, উত্তর বাজার উপ-পরিষদের সভাপতি জাকারিয়াকে জিম্মি করে প্রায় ৭ লক্ষ টাকা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ আত্মসাতের চেষ্টা করছেন। স্ট্যান্ডের চালকদের জমানো টাকা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের কাছ থেকে উদ্ধার করা না হলে সকল উপ-পরিষদের অটোরিক্সা শ্রমিকরা আন্দোলনে মাঠে নামবেন।
কানাইঘাট দক্ষিণ বাজার উপ-পরিষদের সভাপতি জুনেদ হাসান জীবান শ্রমিকদের পক্ষে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের পাওনা টাকা উদ্ধার না হলে শ্রমিকরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। প্রয়োজনে অটোরিক্সা শ্রমিকরা আগামী রবিবারের পর হতে কানাইঘাট উপজেলাকে অচল করে দেওয়ার হুমকি দেন।
Leave a Reply