বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ১ম বার্ষিক নুরানি মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩নভেম্বর) রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে নূরানী মাদ্রাসায় ফাউন্ডেশনের পরিচালক মাওলানা তোফায়েল আহমদ কামরান এর সভাপতিত্বে ও সচিব মাওলানা রেজাউল করীম এবং কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামি স্কলার মাওলানা শায়খ মুফতি মওসুফ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আকমল হোসাইন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মুনাঈম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মুজাহিদ খাঁন, মাওলানা সাজ্জাদুর রহমান, সমাজ সেবক সাদিক আহমদ,বাজার ব্যবসায়ী তানভীর আহমদ সুহেল, সাংবাদিক গোলাম সারোয়ার, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী মিজানুর রহমান মিজান, বাজার ব্যবসায়ী আব্দুস সামাদ, হাফিজ ইউসুফ আহমদ প্রমুখ।
এ সময় মাওলানা আকবর হোসেন, মাওলানা মিজান আহমদ, মাওলানা রাশিদুল ইসলাম ফারুকী, বাজার ব্যবসায়ী তানভীর আহমদ সুহেল, মাওলানা জামিল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন। পরে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ১ম স্থান অধিকার করে কুবাজপুর মাদরাসার ছাত্রী মাফরুজা আক্তার, ২য় স্থান অধিকার করে সুবিদপুর মাদরাসার ছাত্র নাবিল আহমদ, ৩য় স্থান অধিকার করে গন্ধর্বপুর মাদরাসার ছাত্রী প্রমি আক্তার। এছাড়াও ১ম দশ জন বিজয়ীকে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply