বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বন্যাদুর্গত, অসহায় হতদরিদ্র মানুষের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রাংগনে ৩০শে জুলাই, শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত হাজার হাজার মানুষকে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সিলেটের অভিজ্ঞ ডাক্তাররা উপস্থিত থেকে সেবা প্রদান করেন। সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এসময় সপ্তগ্রাম স্কুলের ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্ধ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও শান্তিগন্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান শান্তিগন্জ উপজেলা পুলিশ প্রশাসন সহ আরো অনেক।
অভিজ্ঞ ডাক্তারদের মধ্যে যারা সেবা প্রদান করেন, তারা হলেন- ডাঃ হিমাংশু শেখর দাস, এম.বি.বি.এস, ডি ডি বি, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন বিভাগ,ডেপুটি ডাইরেক্টর, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ডাঃ ইশতিয়াক আহমেদ, এম.বি.বি.এস, এম ফিল, ফার্মাকোলজি, লেকচারার ফার্মাকোলজি বিভাগ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ডাঃ আল আমিন ,এসিস্ট্যান্ট রেজিস্ট্রার, চক্ষু বিভাগ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ডাঃ মোহাম্মদ আনোয়ার হোসেইন আউটডোর মেডিকেল অফিসার, শিশু বিভাগ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। সৈয়দ তাসনুভ সামি, আউটডোর মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
ডাঃ সৈয়দ হাফিজুর রহমান তানভীর। ইনডোর মেডিকেল অফিসার, এন.আই.সি.ইউ বিভাগ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ হুমায়ুন কবির পাবেল,ইনডোর মেডিকেল অফিসার, এন.আই.সি.ইউ বিভাগ ,সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ডাঃ গোলাম আহমেদ শরিফ শাওন ,ইনডোর মেডিকেল অফিসার, এন.আই.সি.ইউ বিভাগ ।সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল । ডাঃ মুনমুন পাল ,ইনডোর মেডিকেল অফিসার, গাইনি ও প্রসুতি বিভাগ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল । ডাঃ শান্তা দত্ত ,আউটডোর মেডিকেল অফিসার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল । ডাঃ মহি উদ্দিন সাজন এছাড়া ও আরো অনেক ডাক্তার নার্স উপস্থিত থেকে সেবা প্রদান করেন।
Leave a Reply