বিশেষ প্রতিনিধি:
দেশের জনসংখ্যা কত, তা জানতে প্রতিটি খানা থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বুধবার (১৫ জুন থেকে। যা চলবে ২১ জুন পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাধ্যমে এটি করা হচ্ছে। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথডপুরে বৃষ্টির মধ্যে কার্যক্রম শুরু করেন গননাকারীরা।
উপজেলা জনশুমারি ও গৃহগণনা অফিস সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় ১জন সমন্বয়কারী, ৫জন জোনার অফিসার, ৫জন আইটি অফিসার, ৭৯জন সুপারভাইজার সহ ৪৭৫জন গননাকারী নিয়ে কাজ শুরু হয় আগামী ২১ জুন পর্যন্ত কার্যক্রম চলবে। উপজেলা বৃষ্টির মধ্যে ভাল কাজ হয়েছে বলে জানা গেছে। প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এবারের জনশুমারি। আর এবারই প্রথম বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের শুমারির আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করা হবে।
উপজেলার সমন্বয়কারী পরিসংখ্যান অফিসার আব্দুল মতিন মিয়া জানান, আজ থেকে আমাদের কাজ শুরু হয়েছে। জনশুমারিতে প্রধান ৩৫টি প্রশ্ন থাকছে, এর পাশাপাশি আরও ১০টি তথ্য নেওয়া হবে। ফলে জনশুমারিতে মোট ৪৫টি তথ্য নেওয়া হচ্ছে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের গননাকারীদের সহযোগিতা করে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।
Leave a Reply