নাহিদ আহমেদ, শান্তিগঞ্জ প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গেল ৩ বছর যাবৎ কোনো ফরিয়ার মাধ্যমে ধান সংগ্রহ করা হয় না। কৃষকদের নামে ধান সংগ্রহের তালিকা করা হয়। সেখানে সরাসরি কৃষকের কাছে টাকা চলে যায়। এখানে ফরিয়াদের সুবিধা নেয়ার সুযোগ নেই।
সোমবার (১৬ মে) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গোদাম পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান চালের দাম আরও কমালে কৃষকের অবস্থা বেহাল হবে। বাজারে মোটা চালের দাম ৪০ টাকা রয়েছে। যারা ব্যবসায়ি, আড়ৎদার রয়েছে তারা যেনো কৃত্রিম সংকট তৈরি না করে। এজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খাতুন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। পরে তিনি শান্তিগঞ্জ খাদ্য গোদামের সামনে গাছের চারা রোপন করেন।
Leave a Reply