1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
হেড লাইন
রানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন কৃষকের চাষের মাঠে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দু’টি গাড়ী সহ গ্যারেজ ॥ থানায় অভিযোগ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল জগন্নাথপুরে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায় মধ্যবিত্ত ‘সঙ্কুচিত কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্যাপিত নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তিগঞ্জ স্বাধীনতা দিবস পালন করেছে বিজ কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর বীমার দাবীর চেক প্রদান

নবীগঞ্জের লোঁগাও প্রতিপক্ষের একতরফা নির্মম হামলায় নিহত তরুণ ব্যবসায়ী জাহান মিয়ার খুনীরা এখনো ধরা পড়েনি…

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৬৪ শেয়ার হয়েছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামে প্রতিপক্ষের একতরফা নির্মম হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৬দিন পর নুরজাহান প্রাইভেট হসপিটাল লিমিটেডের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে ২০২২ ইং সকাল সাড়ে ৯টায় না ফেরার দেশে চলে যান তরুণ ব্যবসায়ী মোঃ জাহান মিয়া (২০)৷ তার মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় এখনো ধরা পড়েনি খুনীরা,অভিযোগ নিহতের পরিবারের ৷ নিহতের পরিবারে চলছে এখনো শোকের মাতম৷

ঘটনার বিবরণে প্রকাশ ও মামলার এজাহারে উল্লেখঃ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম এর সাথে একই গ্রামের আব্দুল জব্বার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল৷ এরই জেরধরে গত ৩০ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে আব্দুল জব্বারের নির্দেশে তার দলবল নিয়ে অস্ত্র শস্ত্র সহকারে একতরফা হামলা চালায় আব্দুল কাইয়ুমের ভাই আব্দুল ওয়াহিদের উপরে তাকে হত্যার উদ্দেশ্য, এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ছেলে মোঃ জাহান মিয়া,জাহান তার পিতাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করলে

হামলাকারী সিরাজ মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহানের মাথায় বেপরোয়া কুপিয়ে ক্ষত-বিক্ষত করে, এতে মাথাটি তেতলে যায় জাহানের৷ এসময় প্রতিপক্ষের লাঠিয়াল বাহিনীর তান্ডবে আহত হন ৪ জন৷ আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে এর মধ্যে জাহান ও তার পিতা আব্দুল ওয়াহিদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ এদিকে ওসমানীতে চিকিৎসাধীন জাহানের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে আইসিওতে স্থানান্তর করার পরামর্শ দিলে তড়িৎ পদক্ষেপে তাকে সিলেটের নুরজাহান প্রাইভেট হসপিটালের আইসিওতে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে মারা যান জাহান মিয়া৷

এদিকে ঘটনার পরপরই ৩ মে নবীগঞ্জ থানায় নিহতের চাচা আব্দুল কাইয়ূম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন৷

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে আহতের ঘটনায় গত ৩ মে একটি মামলা রুজু হয়, পরবর্তীতে জাহান মারা যাওয়ায় মামটি হত্যা মামলায রূপান্তরিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তবে সকল আসামীরা এখনো পলাতক রয়েছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ৷ অপরাধী যেই হোক তাদেরকে অচিরেই গ্রেফতার পূর্বক কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD