বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিলকিস বেগম (৪৫) নামের ৪ সন্তানের জননীর হারপিক খেয়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) উপজেলার পাইলগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। বিলকিস পাইলগাঁও গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ের জননী। স্থানীয় সূত্রে জাযা যায়, মঙ্গলবার সকালে বিলকিস বেগমের স্বামী তাঁকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিলকিস বেগম হারপিক পান করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সুপ্রিয়া রানী জানান, বিলকিসের মুখে হারপিকের দুর্গন্ধ পাওয়া যায়।
পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর মধু বলেন, সিলেট হাসপাতালে যাওয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়। লাশ সিলেট হাসপাতালে রয়েছে। নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বিলকিস বেগমের স্বামী ইসমাইল বলেন, আমি হাওরে ছিলাম। জানি না কি ভাবে মারা গেছে। এখন লাশ হাসপাতালে আছে।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply