বিশেষ প্রতিনিধি::
সবার কাছে সহজে ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আয়োজন করা হয়েছে কিস্তি মেলা। শনিবার (১৫ জানুয়ারী) উপজেলার রানীগঞ্জ বাজারে জগন্নাথপুর রোডে এ মেলা শুরু হয়। মেলা চলবে এক সপ্তাহ ব্যাপি।
জগন্নাথপুর ওয়ালটনের ডিলার পপুলার ইলেকট্রনিক্স এর উদ্যোগে কিস্তি মেলার আয়োজন করা হয়। মেলার আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন রানীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। এই সময় আরো উপস্তিত ছিলেন জগন্নাথপুর ওয়ালটনের প্রোপাইটর জামাল উদ্দিন বেলাল, জুলফিকার আহমদ মনি, পপুলার ইলেকট্রনিক্স এর ম্যানেজার মো. খাইরুল হাসান রুপা, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, বাজারের ব্যবসায়ী সামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সালেহ আহমদ, বাজারের ব্যবসায়ী আবুল কাসেম, আব্দুস সামাদ সহ বাজারের ব্যবসায়ী ও গ্রাহকেরা।
ওয়ালটনের এই কিস্তি মেলার শুরু থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে সাড়া পড়ে। স্থানীয়রা ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ওয়ালটনের ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশন সহ বিভিন্ন ধরনের পণ্য কেনার সুযোগ পাচ্ছে। প্রথম দিনে শত শত ক্রেতা এই কিস্তি মেলা পরিদর্শন করেছেন। তারা ওয়ালটন পণ্য মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান ওয়ালটনের কর্মকর্তারা।
কিস্তি মেলায় আসা বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, তিনি একটি ফ্রিজ কিনতে কিস্তি মেলায় এসেছেন। মাত্র ৮ হাজার টাকা ডাউন্ট পেমেন্ট দিয়ে ২৪ হাজার টাকা দামের একটি ফ্রিজ কিনেছেন।
কিস্তি মেলা থেকে এলইডি টেলিভিশন ক্রেতা হাজী এখলাছুর রহমান আখলই জানান, কিস্তি মেলায় এসে ওয়ালটনের বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। একই সঙ্গে এতো সহজে ন্যূনতম ডাউন পেমেন্টে ওয়ালটনের পণ্য কেনার সুযোগ রয়েছে তা জেনে অভিভূত হয়েছি। কিস্তিতে একটি এলইডি টেলিভিশন কিনেছেন জানিয়ে হাজী এখলাছুর রহমান আখলই বলেন, কিস্তিতে ওয়ালটনের পণ্য কিনতে কোনো ঝামেলাই নেই।
জগন্নাথপুর ওয়ালটনের প্রোপাইটর জামাল উদ্দিন বেলাল, ১ম দিনের কিস্তি মেলায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। উদ্বোধনের শুরু থেকেই শত শত ক্রেতা এই মেলায় ভিড় করছেন। মেলায় ওয়ালটনের সব ধরনের পণ্য প্রদর্শন করা হয়েছে। ক্রেতারা দেখে শুনে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply