বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আর্ত মানবতায় সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার নর্থ ওয়েস্ট ইউ,কে গরিব, দু:খী মেহনতী মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মহামারি করোনা সহ বন্যা প্রকৃতিক দুর্যোগের সময় তারা এগিয়ে আসছে মানব সেবায়। এর ধারাবাহিকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার( ২৯ ডিসেম্বর) বেলা ৩টায় রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামে রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার নর্থ ওয়েস্ট ইউ,কে’র সভাপতি মো. তকলিছ মিয়ার সভাপতিত্বে ও গুচ্ছগ্রাম কমিটির সাধারন সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রানীগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী তাহের আলী। প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক হাজী মো. ছালিক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি হাজী ছালিক মিয়া, গুচ্ছগ্রাম কমিটির সভাপতি আব্দুল মতিন, অত্র সংগঠনের সদস্য দিলদার মিয়া, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, সমাজ সেবক আনোয়ার মিয়া, মো. জামরুল ইসলাম, মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী আব্দাল হোসেন, সিলেট প্রতিদিনের জগন্নাথপুর প্রতিনিধি দুলন মিয়া, সংবাদকর্মী আব্দুল রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সমাজ সেবক ডা. সামসুল ইসলাম, মো.কাছা মিয়া, রুবেল আমিন, লউলুছ মিয়া, শাহিন মিয়া সুমন সহ গুচ্ছগ্রামের শতাদিক জনসাধারন উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগন গুচ্ছগ্রামের জনসাধারনের উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অতিথের ন্যায় আগামী দিনে অত্র এলাকার গরিব দু:খী মেহনতি মানুষের জন্য কাজ করে যাবে অত্র সংগঠন বলে জানান বক্তাগন।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply