আজকের স্বদেশ ডেস্ক::
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৫৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা শনাক্তের হার ১২.৩৩। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ১২.১২। এছাড়া গতকাল শনাক্ত হয়েছে দুই হাজার ৩২২ জন। এ হিসেবে করোনা শনাক্তের পরিমাণ ও হার দুটিই বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনা গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৭ জন। সবমিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।
আজকের স্বদেশ/এবি
Leave a Reply