স্বদেশ ডেস্ক::
সরকারের ব্যর্থতা ও উদাসীনতার কারণেই করোনার প্রকোপ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ এপ্রিল) বিকেলে জেসডি আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি আরও বলেন, করোনার শুরু থেকেই সরকার কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় জনগণের জীবন এখন বিপন্ন।
এ সময় মির্জা ফখরুল বলেন, গত বছর যখন করোনার বিস্তার ঘটেছিল তখন থেকেই সরকার কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নি। যার ফলে এই বার করোনা জনগণের জীবনকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলেছে। মানুষের জীবিকা বিপন্ন হয়ে গেছে। সরকার মুখে বলছে লকডাউন, আবার অন্যদিকে সব খুলে দিচ্ছে। সরকারের অযোগ্যতা আর অদক্ষতার জন্য করোনায় দেশের এখন এই হাল হয়েছে।
আজকের স্বদেশ/জে.এম
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।