পঞ্চগড় প্রতিনিধি :
“আজকের শিশু আনবে আলো বিশ্বটাকে রাখবে ভালো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহানুল হক,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান আখতারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে সরকারী অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply