জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ির সহ ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ ।
আজ সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে হাওরবেষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন স্থানে কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গাছ বিদ্যুতের লাইনে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
প্রায় আধা ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড়ে বেশ ঘর-বাড়ি ও গাছপালার সাথে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মইয়ার হাওড়ে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া নলুয়ার হাওড়সহ অন্যান্য হাওড়েও কাছা ধানের ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাঁচা ঘরবাড়ি ও পাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মইয়ার হাওরের পাকা ধানের ক্ষতি হয়েছে। এছাড়াও নলুয়ার হাওড়সহ অন্যান্য হাওড়ে কাছা ধানের ক্ষতি হয়েছে। এ মাসের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ধান পাকার সাথে সাথে সময় নষ্ট না করে ধান কাটেন।
আজকের স্বদেশ /জুয়েল
Leave a Reply