নিজস্ব প্রতিনিধি::
সিলেট বিভাগের আলোচিত নির্বাচনী আসন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আলহাজ্জ্ব আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বঞ্চিত হলে জাতীয় ঐক্য ফ্রন্টে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এমন সংবাদ গত তিনদিন ধরে জাতীয়, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে ঢালাও ভাবে প্রকাশিত হয়েছে।
আজিজুস সামাদ ডন নৌকা প্রতীকের বিপরীতে নির্বাচন করবেন উল্লেখ করে বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত সংবাদে গোটা নির্বাচনী এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। জাতীয় নেতার তনয় আজিজুস সামাদ ডন নির্বাচনে প্রতীক পরিবর্তন করে নির্বাচন করবেন হঠাৎ এমন সংবাদে রাজনৈতিক মহলেও বিভ্রান্তি সৃষ্টি করেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করেছেন যা বিভিন্ন পত্রিকার সংবাদে প্রকাশিত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ পত্রে প্রকাশিত এ প্রার্থী তালিকা মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছেন।
এদিকে সংবাদ মাধ্যম প্রকাশিত প্রার্থী তালিকায় সুনামগঞ্জ-৩ আসনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নাম থাকায় আজিজুস সামাদ আজাদ ডন নৌকা প্রতীক থেকে এবারও বঞ্চিত হতে পারেন এমন সম্ভাবনায় অতিউৎসাহী কেউ ডনের প্রার্থীতা পরিবর্তন করতে যাচ্ছেন বলে ঢালাওভাবে সংবাদ মাধ্যম প্রকাশিত হওয়ায় এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করে।
এ ব্যাপারে আজিজুস সামাদ আজাদ ডন আজকের স্বদেশ ডটকমকে বলেন, আমি নৌকার মানুষ কোনগুজবে কান দিবেন না। আমি নৌকা নিয়ে নিবার্চন করবো। আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, পিতার পথ অনুসরণ করে দীর্ঘদিন ধরে প্রচার প্রচারনা করে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে।
নৌকা প্রতীকের বিপরীতে আরেকটি প্রতীক নিয়ে নির্বাচন করব এমন সংবাদ গুজব ছাড়া কিছু নয়। আমি শতভাগ আশাবাদী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন। নির্বাচন বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে হলে আমার পরিবার ও কর্মীদের সাথে আলাপ আলোচনা করেই চুরান্ত সিদ্ধান্ত নিব।
আজগুবী সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি আরো বলেন, আগামী ২৪ নভেম্বর শনিবার জগন্নাথপুরে পৌরশহরের সিএ মার্কেটে সকাল ১১টায় আমাদের আলোচনা সভা হবে। আলোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply