জগন্নাথপুর প্রতিনিধি::
আজ রবিবার ১৮নভেম্বর থেকে শুরু হয়েছে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৫হাজার ৫৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও চালিত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্টান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪ হাজার ৭১৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২ হাজার ১২জন ছেলে এবং ২ হাজার ৭০৭ জন মেয়ে রয়েছে।
এছাড়াও উপজেলার ইবতেদায়ী মাদ্রাসা থেকে শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮২০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৪৭৮ জন এবং মেয়ে ৩৪২জন। উপজেলার ১টি পৌরসভা সহ ৮টি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। প্রথম দিন প্রাথমিকের ২৩২ জন ও ইবতেদায়ীতে ৮৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্টু ও শান্তিপূর্ন ভাবে হচ্ছে। ১৯টি কেন্দ্রে ১৯জন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১৯জন কেন্দ্র সচিব, ১৯জন হল সুপার, ১৯জন সহকারি হল সুপার ও ২২১জন হল পরিদর্শক পরীক্ষা কেন্দ্র গুলোতে দায়িত্বে থাকবেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply