আন্তর্জাতিক ডেস্ক::
সৌদি আরবের উত্তর-পূর্বে প্রশিক্ষণ চলাকালে দেশটির রাজকীয় বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত হয়েছেন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিধ্বস্ত বিমানটিতে কতজন ক্রু ছিলেন, প্রকাশিত প্রতিবেদনে তা বলা হয়নি। তবে বিমানটি ব্রিটিশ নির্মিত এক ইঞ্জিনবিশিষ্ট অত্যাধুনিক প্রশিক্ষণ জেটবিমান বিএই সিস্টেম হক ছিল বলে জানা গেছে।
বিমান বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply