আজকের স্বদেশ ডেস্ক::
কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের বেশিরভাগই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল।
২০১২ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই কৃষক কুবেদ আলী ও জাকারিয়া খুন হন। এ ঘটনার পর দিন করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আজ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলার রায় ঘোষণা করা হল।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply