স্পোর্টস ডেস্ক::
মঙ্গলবার জেদ্দায় প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি প্রীতি হলেও চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের কেউই তা মানতে রাজি নয়। তাই একাধিক রদবদল এসেছে আর্জেন্টিনা দলে।
জানা গেছে, এই ম্যাচে খেলছেন না অভিজ্ঞ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- ছন্দে থাকা ব্রাজিলের বিপক্ষে খেলছেন কারা?
আর্জেন্টিনার শুরুর একাদশে খেলতে দেখা যেতে পারে কয়েকজন নতুন মুখকে। গোল করার দায়িত্বে থাকতে পারেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল কোরেয়া। আর গোল প্রহরীর দায়িত্ব পালন করতে পারেন সার্জিও রোমেরো।
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাককে ৪-০ গোলে হারায় দুই বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply