এম এ মোতালিব ভুইয়াঃ
দোয়ারাবাজারের নৈনগাঁও গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ২১বোতল ভারতীয় অফিসার চয়েছ মদ উদ্ধার করা হয়েছে ।
জানাযায়,রবিবার রাত অনুমান ১১.৩০ ঘটিকায় ব্যাবসায়ীরা ছাতক থেকে মোটর সাইকেল যোগে মদ নিয়ে আসার সময় উপজেলার নৈনগাঁও গ্রামের খালেক চেয়ারম্যান ও সাংবাদিক আশিক মিয়ার ভাই শ্রমিক
সংগঠনের সভাপতি মাসুক মিয়ার সামনে পরলে এক কাটন ( বস্তার ভেতরে মোরানো) মদ রাস্থার পাশে রেখে যায় এবং আর এক কাটোন মদ নিয়া মোটর সাইকেলে দ্রুত গতিতে পালিয়ে যায়।
পরে আটক করা ২১ বোতল মদ রাতেই সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক পুলিশের হাতে হস্থান্তর করেন।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, খালেক চেয়ারম্যানের সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় আটককৃত মদের চালানটি জব্দ করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply