1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবগঠিত কানাইঘাট ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ ভোলাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে স্বরণসভায় বক্তারা- সকলের আস্থাভাজন ছিলেন মরহুম আব্দুল বাছির চেয়ারম্যান রেডক্রিসেন্টের আর্ন্তজাতিক কর্মশালায় যোগ দিতে কাজাখস্তান গেলেন মস্তাক আহমদ পলাশ কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের ইন্তেকাল কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর চেক হস্তান্তর জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না সকাল ৮টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ‍্যোগে মাসব‍্যাপী মেলার উদ্বোধন অবশেষে কানাইঘাট ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন জগন্নাথপুরে “মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্ট ” এর পক্ষ থেকে মসজিদে সপ ও গ্রাম বাসীর মধ্যে ত্রান বিতরণ মাদক ও নেশা জাতীয় দ্রব্যেয়ের অপব্যবহার রোধকল্পে আলোচনা সভা

চার সন্তান নিয়ে বর-বধূ সেজে দম্পতির শোডাউন

  • আপডেটের সময় : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৫৮৬ বার নিউজটি শেয়ার হয়েছে

আজকের স্বদেশ ডেস্ক::

সাধারণত আমরা দেখি বিয়ে বার্ষিকী উদযাপন করা হয় বাড়িতে কিংবা কোনো রেস্টুরেন্টে। তাও সেটা হয় স্বজনদের সঙ্গে ঘরোয়াভাবে।

 

তবে এবার ব্যতিক্রম বিয়ে বার্ষিকী উদযাপন করতে দেখা গেল এক দম্পতিকে। বিয়ে বার্ষিকী উদযাপন করতে ব্যতিক্রমী শোডাউন করেছেন রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভেতরকুটি গ্রামের অটোচালক শহিদুল ইসলাম (৪৮) ও গৃহিণী আঙ্গুরা বেগম। এই উদযাপনে শুধু তারা দুইজনই ছিলেন না বরং তাদের সঙ্গে ছিলেন চার ছেলেও।

সোমবার বিকেলে ১৮ বছর আগের বিয়ের দিনের সেই বর ও বধূর সাজে সজ্জিত হয়ে এই দম্পতি ঘুরে রেরিয়েছেন হারাগাছ পৌর এলাকার বিভিন্ন সড়কে।

 

এ সময় অনেকে তাদের বকশিশ দিয়েছেন। এমনকি খাবার, চা-পানের পর তাদের কাছ থেকে বিলও নেননি স্থানীয় দোকানদাররা। বিয়ে বার্ষিকীর উপহার হিসেবে স্ত্রীকে একটি ভ্যানিটি ব্যাগ কিনে দিয়েছেন স্বামী শহিদুল।

 

বিবাহিত জীবনের ঝগড়া-বিবাদ, নির্যাতন, হত্যা, অশান্তি দূরে ফেলে যৌতুকমুক্ত একটি সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শহিদুল ইসলাম বলেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে।

 

অনেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাও করছেন। সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিছু নেই। আমরা বিয়ের ১৮ বছর পার করেছি। আমাদের ভালোবাসা এখনো অটুট। অন্যরা যেন আমাদের দেখে উদ্বুদ্ধ হন সেজন্যই এই আয়োজন।

 

বিকেলে চার ছেলে ও স্ত্রীকে নিয়ে নিজের অটোরিকশায় করে বাড়ি থেকে হারাগাছ পৌর এলাকায় আসেন শহিদুল। অটোরিকশা পার্কিং করে বিভিন্ন মার্কেট ও সড়কে ঘোরাঘুরি করেন তারা। উৎসুক মানুষ তাদের সঙ্গে কথা বলেন।

 

জানতে চান এসবের কারণ। অনেকেই ছবিও তোলেন। এ সময় শহিদুল ইসলাম সপরিবারে একটি চায়ের দোকানে ঢুকে চা খান। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এ সময় চায়ের বিল নেননি ওই দোকানের মালিক বাদশা আলম। খাবার এবং পান খেতে গেলেও তাদের কাছ থেকে বিল নেননি দোকানদাররা। এছাড়া হারাগাছ পৌর ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রাজা তাদেরকে ১০০ টাকা বকশিশ দেন।

 

মান-অভিমান ছিল তবে ভালোবাসার কমিত ছিল না- জানিয়ে স্ত্রী আঙ্গুরা বেগম বলেন, স্বামীর সংসারে এসে ১৮ বছর পার করলাম। আরও যুগযুগ তার হাত ধরেই চলতে চাই। এ জন্য সবার দোয়া চাই।

 

এদিকে, বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। ওই এলাকার মওদুদ আহমেদ ডালিম বলেন, প্রতিনিয়ত খবরের কাগজে দেখছি যৌতুকের কারণে নির্যাতন, হত্যার খবর। সেখানে অটোচালক দম্পতির ভালোবাসা সত্যিই মুগ্ধ করার মতো।

 

হারাগাছের মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল বলেন, মানুষের ভালোবাসা যে এখনো আছে তা এদের দেখলে বোঝা যায়। সাংসারিক জীবনে আমরা সবাই যেন শহিদুলের মতো হতে পারি সে কামনা করছি।

 

 

আজকের স্বদেশ/জুয়েল

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD