ফজলুল করিম সুমন:
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন” এর সার্বিক সহযোগীতায় বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া তুরুকভাগ আঞ্চলিক শাখা’র উদ্দ্যোগে আজ সোমবার লিপি একাডেমি,তুরুকভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়,তুরুকভাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
ক্যাম্পেইনে ৭৭১জন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও গ্রামের বিভিন্ন পেশার মানুষের রত্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। “অন্ধকার অন্মোচনে আলো’র অগ্রযাত্রা” এই সামাজিক স্লোগানকে সামনে রেখে দীর্ঘ দিন যাবত সফলতার সাথে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এই সংগঠনের সদস্যরা প্রতিঙ্গা বদ্ধ।
আলো কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান সুহানের সভাপত্বিতে সাধারণ সম্পাদক এ আর রাজুর পরিচালনায় দিন ব্যাপি কার্যক্রম অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলো কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন,অর্থ-সম্পাদক মোঃ উজ্জ্বল আহমেদ,কার্যকরী সদস্য আলী আকবর,জাহিদ আহমদ সিলেট জেলা শাখা’র যুগ্ন আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সহ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া তুরুকভাগ আঞ্চলিক শাখা’র দ্বায়িত্বশীল বৃন্দ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply