শেখ সাহেদ মিয়াঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ আহত হয় এ ঘটনায় ফাইম আহম্মদ নামে এক পথচারীকে আটক করে পুলিশ।
আজ রোববার (১৪ অক্টোবর) দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।আহতরা হলেন,মৌলভীবাজার মডেল থানার এসআই ইমরান আহমদ,এএসআই রনেশ ভট্টাচার্য, কন্সটেবল রনধীর দাস ,মোবারক হোসেন।তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এসময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে ৪ পুলিশ আহত হন।
পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন উজ্বল জানান, মিছিলে পুলিশের সাথে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply