বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও স্থানিয় এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এক ট্রাক চালককে থাপ্পড় দেয়ার পর থেকে উত্তেজনা চলছে উপজেলা সদরে। পাল্টাপাল্টি মিছিল করে আলাদা আলাদা কর্মসূচী দিয়েছেন উপজেলার শ্রমিক ও জাপা’র নেতৃবৃন্দ। রোববার বিকেল ৩টায় দু’পক্ষ আলাদা আলাদা বিক্ষোভ মিছিলের কর্মসূচী পুলিশী হস্তক্ষেপে পন্ডু হয়। পুলিশী টহল আর দুপক্ষের কর্মসূচীকে ঘিরে আতংকে দিন কাটে ব্যবসায়ীসহ জনসাধারণের।
উল্ল্যেখ, শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে (ঢাকামেট্রো-ট-১৬-৫৬৫৬) ট্রাক দিয়ে রাজনগর মোল্লারগাঁও গ্রামের প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়ির মালামাল নিয়ে যান চালক কামরান আহমদ (৩০)। ওই রাস্তা দিয়ে এমপি তার গাড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাক গাড়িটি বিশ্বনাথ-পোনাউল্লা বাজার সড়কে দাড়িয়ে থাকতে দেখেন। এসময় এমপি তার নিজ গাড়ি থেকে নেমে ট্রাক চালক কামরান আহমদ’কে থাপ্পড় মারেন।
চালককে থাপ্পড় দেয়ার প্রতিবাদে শনিবার রাত সাড়ে ৮টায় শ্রমিক নেতারা উপজেলা সদরে ঝাঁড়– মিছিল ও বিক্ষোভ করে এমপিকে ক্ষমা চাওয়ার জন্য ২৪ঘন্টার আল্টিমেটাম দেন। এরপর রাত ১২টায় জাপা নেতৃবৃন্দ পাল্টা মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে উপজেলা সদরের বাসিয়া ব্রিজে বিক্ষোভ করেন। তারা এমপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের জন্য ৪৮ঘন্টার আল্টিমেটাম দেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বিশ্বনাথ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সমঝোতার মাধ্যমে বিষয়টি মিমাংসার জন্য দু’পক্ষকে নিয়ে এক টেবিলে বসা হবে। আপাতত দু’পক্ষ শান্ত রয়েছে। কেউ কোন ধরণের অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply