মোঃ তাজুদুর রহমানঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রেমা বৈদ্য (৪০) কে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
আজ শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নয়াটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।প্রেমা বৈদ্য রাজনগর উপজেলার করিমপুর নয়াটিলা এলাকার অনিল বৈদ্য এর ছেলে।
মাদকদ্রব্য কার্যালয়ের বিভাগীয় সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাসও পরিদর্শক মো: আবু জাফর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ প্রেমা বৈদ্যকে আটক করা হয়। গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা।
মাদকদ্রব্য কার্যালয়ের বিভাগীয় সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।