সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্য নিয়ে আসন্ন দূর্গাপূজা সফল ও নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে। এছাড়াও বক্তব্য রাখেন যোগেশ^র দাস,এড. স্বপন কুমার দাস রায়,
এড,পরিতোষ রায়,হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ,সাধারন সম্পাদক এড. বিশ^জিৎ চক্রবর্তী,এড গৌরাংঙ্গ চক্রবর্তী,দেবব্রত দাস,এড.রাধাকান্ত সূত্রধর,অভিজি’ চৌধুরী,রমেন্দ্র ভট্রাচার্য্য,বিনোদ রঞ্জন তালুকদার,মানব চৌধুরী, প্রদীপ চৌধুরী,সুশান্ত রায়,বিপ্রেশ রায় বাপ্পী,জন্টু তালুকদার,প্রতাপ রঞ্জন শর্মা,সুমন সাহা,পরিমল তাং,টিটন সরকার,সঞ্জিব রায়,বিপ্লব তালুকদার,নরেন্দ্র দাস,দিগেন্দ্র পুরকায়স্থ রতীশ গোস্বামী,মিটুন চৌধুরী,মাখন লাল শর্মা,জয়ন্ত বণিক প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন আগামী ১৪ অক্টোবর দেবী ভোজন ও ষষ্ঠীপূজার মধ্যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী ১৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপূজা শেষ হবে। তাই এই পূজার অনুষ্ঠানটি নির্বিঘেœ সম্পন্ন করতে দলমতের উধের্ব সবার অংশগ্রহনের আহবান জানান।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।