সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জে ধোপাজান বালু মহালের ব্যবসায়ীরা এবার ইজারাদারকে টোল প্রদানে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। এবং গত ২দিন ধরে ব্যবসায়ীরা টোল প্রদান করা থেকে বিরত রয়েছেন। ইজারাদারের অনিয়মের বিরুদ্ধে এবার বালু-পাথর ব্যবসায়ীরা একাট্টা হওয়ায় বিপাকে পড়েছে ইজারাদার।
জানা যায়,ধোপাজান বালু মহালের ইজারাদার আজাদ মিয়া ও শংকর চন্দ্র লোকজন দিয়ে দীর্ঘদিন ধরে ছড়া থেকে ও পরে সুরমা নদী থেকে টোল আদায় করছেন অতিরিক্ত হারে । এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বালু-পাথর ব্্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান,ধোপাজান চলতি নদী ছড়া থেকে সুরমা নদীর দূরত্ব ২/৩ কি:মি। ইজারাদাররা ছড়া থেকে টোল আদায় করার পর দ্বিতীয় দফায় একই ব্যবসায়ীর কাছে সুরমা নদী থেকে টোল আদায় করছেন। ব্যবসায়ীরা ২য় দফা সুরমা নদী থেকে বাল্কহেড ও জাহাজ থেকে টোল আদায়কে নৈরাজ্যকর ও নিয়ম বর্হিভূত বলে দাবি করছেন।
এদিকে ইজারাদাররা নিয়ম না মেনে এভাবেই টোল আদায় করায় ফুঁসে উঠে গত শুক্রবার মহালের ব্যবসায়ীরা সাহেব বাড়ি ঘাটে প্রতিবাদ সভার ডাক দেয়। সভায় সকল ব্যবসায়ীরা ইজারাদারদের টোল প্রদান না করার বিষয়ে ঐক্যবদ্ধ হন। এবং সিদ্ধান্ত মোতাবেক নদীতে টোল আদায় থেকে বিরত রয়েছেন ব্যবসায়ীরা।
ধোপাজান বালু-পাথর ব্যব্সায়ী সমিতির সদস্য সিরাজ মিয়া জানান, নিয়ম অনুযায়ী ইজারাদার ছড়া থেকে রয়েলটি আদায় করতে পারে। সুরমা নদী থেকে রয়েলেটি আদায়ের কোনো নিয়ম নেই। কিন্তু নৌকা কিংবা বাল্কহেড নদীপথে আসার সময় রয়েলটি না দিলে আটকে দেওয়া হয়। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের ডাক দিয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম উকিল বলেন,ইজারাদার ছড়ার সীমানা থেকে রয়েলটি নিতে পারে। কিন্তু সুরমা নদী থেকে রয়েলটি নেওয়ার কোনো বিধান নাই। তাই আমরা রয়েলটি দেওয়া থেকে বিরত রয়েছি।
ধোপাজান বালু মহালের ইজারাদার আজাদ মিয়া জানান, ধোপাজান নদীতে যেসব স্টিলবডি,বাল্কহেড ও জাহাজ বোঝাই করা হয় সেই নৌযান গুলোকে মাপ-যোগ করে আমরা নির্দিষ্ট হারে রয়েলটি নেই।
সুরমা নদীতে যেসব স্টিলবডি,বাল্কহেড ও জাহাজ থাকে তাদের কাছ থেকে আমরা কোনো রয়েলটি নেই না। বরং যারা এই প্রতিবাদ জানাচ্ছে তারাই নদী থেকে অবৈধভাবে টাকা লুটছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply