জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌরশহরের কামাল কমিউনিটি সেন্টারের ইয়াং মাইন্ডস্ অর্গানাইজেশন ট্রাস্টের অফিসে আজ শনিবার সকাল ১১টায় সেলাই মিশিন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
ইয়াং মাইন্ডস্ অর্গানাইজেশন ট্রাস্টের একডিম মো. রাজিদ আহমদ ও সেলাই মিশিন প্রশিক্ষণের শিক্ষিকা শিলা বেগম এবং অত্র প্রতিষ্টানের শিক্ষক মো. জসিম আহমদ, শিক্ষিকা রাহেলা বেগম ২৪ প্রশিক্ষানার্থীদের মধ্যে সনদ পত্র প্রদান করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply