আজকের স্বদেশ ডেস্ক::
আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ১৭৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দায়িত্ব পালন করবে।
এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ তিনবার (২০০৯-১২, ২০১৫-১৭ এবং ২০১৯-২১) এ সদস্য পদে বিজয়ী হল। বাসস এ তথ্য জানিয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যরা গোপন ব্যালটে নির্বাচিত হয়ে থাকে। কাউন্সিলে নির্বাচিত হতে প্রতিটি সদস্য দেশের কমপক্ষে ৯৭টি ভোট প্রয়োজন। এশিয়া-প্যাসিফিক ক্যাটাগরিতে ভারত, বাহরাইন, ফিজি ও ফিলিপাইনের পাশাপাশি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের ভোটের মধ্যে ১৭৮ ভোট পায় বাংলাদেশ। আগামী জানুয়ারিতে নতুন মেয়াদের দায়িত্ব নেবে ঢাকা। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালের মার্চে। জাতিসংঘের সদস্যদের থেকে ৪৭টি দেশ নিয়ে এ কাউন্সিল গঠিত হয়। এসব দেশ নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের সদস্য হয়ে থাকে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত এ কাউন্সিলে সদস্য হওয়ার জন্য প্রতিটি অঞ্চলে সমানভাবে সদস্য বরাদ্দ দেয়া হয়। বর্তমানে আফ্রিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য ১৩টি করে আসন বরাদ্দ রয়েছে।
এছাড়া ইউরোপের দেশগুলোর জন্য ৬টি, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৮টি এবং পশ্চিম ইউরোপীয় ও অন্যান্য অঞ্চলের জন্য ৭টি আসন বরাদ্দ রয়েছে। পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকেই সদস্য হতে ইচ্ছুক দেশগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রার্থিতা দাখিল করে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply