মোঃ তাজুদুর রহমানঃ
শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার উদ্যোগে ১২ অক্টোবর শুক্রবার বেলা ১১ ঘটিকায় দেবীর অসহায় ভক্তবৃন্দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল ৩নং ইউনিয়ন শাখার সভাপতি শ্রীপদ দেবের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু এর সঞ্চালনায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সনজয় রায় রাজু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।
পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সনজয় রায় রাজু জানান, শারদীয় দুর্গাপূজায় কোন দুষ্ট চক্র যাতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণাঙ্গ সহায়তা দেবে। তিনি পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply