বিশ্বনাথ প্রতিনিধি::
দেশ বরেণ্য অর্থনীতিবিদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি, বঙ্গবন্ধ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব বান্ধব সরকার। তাঁর মূল লক্ষ্য হচ্ছে ক্ষুধামুক্ত দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়া। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন অর্থনীতি উনানয়নের রোল মডেল। শেখ হাসিনা সরকার বিএনপির মত দূর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়ে বিশ্বে উন্নয়নে চ্যাম্পিয়ন হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার জন্য নয়, বাংলাদেশের জন্য বার বার শেখ হসিনার সরকার দরকার। ড. মোমেন প্রায় ৪০ মিনিট বক্তব্যে গত দুই দশকে দেশের উন্নয়নের ব্যাখ্যা প্রদান করে বলেন, সামাজিক সকল সুচকে বাংলাদেশ এখন এশিয়ার অনেক দেশকে পিছনে ফেলে এগিছে আছে। আর এই সাফল্য পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারিদের বলে উল্লেখ করেন। আজ শুক্রবার দুপুরে সিলেট জেলা পরিষদ হল রুমে অনুষ্টিত ‘জনসংখ্যা নিয়ন্ত্রনে সাফল্য কর্মচারিদের মূল্যায়ণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি সিলেট জেলা শাখার নব নির্বাচিত সভাপতি রাশেদা খানম রিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর যুগ্ন সচিব বিভাগীয় পরিচালক মো: কুতুব উদ্দিন, কেন্দ্রীয় আহবায়ক কমিটির মো: ফিরোজ মিয়া, সদস্য সচিব সাবিহা মরিয়ম শান্তা, সদস্য লিয়াকত আলী, বিভাগয়ি কমিটির সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিয়া বেগম। পরিচালনায় করেন, সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সভায় ড. মোমেন মাঠ কর্মচারিদের নিয়োগ বিধি সহ সকল দাবির প্রতি একমত পোষণ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply