জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌরশহরের আর্ট স্কুলে আজ শুক্রবার বিকালে শিক্ষা সংস্কৃতি সংগ্রাম, আমাদের যুদ্ধ অভিরাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শাখার আয়োজনে ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে র্যালী,আলোচনা সভা, কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা শাখার মুক্তিযোদ্ধার ডেপুটে কমান্ডার আব্দুল হক। উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি স্বতিশ গোস্মামীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক দ্বীপক কুমার দেব।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা সংসদের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। মুখ্য আলোচক হিসেবে ছিলেন জগন্নাথপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রণব কুমার বণিক, উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুব।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার শাখার নাট্য বিষয়ক সম্পাদক মো. রনি রাজ প্রমুখ।
আলোচনা সভায় উদীচী শিল্পী গোষ্ঠীর সকল দায়িত্বশীল ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply