বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর-দক্ষিণসুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন আওয়ামী লীগ সরকার ছাড়া দেশের গ্রামাঞ্চলে অন্য কোন সরকার এত উন্নয়ন করেনি। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী।
শিক্ষা বিদ্যুৎ যোগাযোগ স্বাস্থ্য সেবা সহ সার্বিক উন্নয়নে মহা সাফল্য অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। তিনি সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আরো বলেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেক জনপ্রতিনিধিরা তাদের শ্রম মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জনগনের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।
তাদের সততা ও আন্তরিকতা কমতি নেই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। তিনি বলেন আপনারা দেখেছেন যাদুর কাটি বিদ্যুৎ কিভাবে অজো পাড়াগাঁয়ে প্রবেশ করেছে।
যেভাবে বিদ্যুতের উন্নয়ন হয়েছে ঠিক তেমনি সেভাবেই গ্রামের রাস্তা, ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনা একজন অভিজ্ঞ নেত্রী তিনি যাচাই বাচাই করেই দলীয় মনোনয়ন দিবেন।
ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাদের দোয়া ও ভালবাসায় আবারও জনগনের সেবা করার সুযোগ পাবো। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবেনা। তিনি জগন্নাথপুরের উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা নিয়ে আসার জন্য জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জন সাধারনের প্রতি আহবান জানান।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া,
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার, পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রানী পাল, ইউপি সদস্য বাবুল মিয়া, ইউপি সদস্য জুয়েল মিয়া, ইউপি সদস্য নাজমুল হক, ইউপি সদস্য আব্দুল জলিল প্রমুখ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্স আরএমও ডা: মধু সূধন ধর, ওসি তদন্ত নবকুমার দাশ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ যুক্তরাজ্যের কুইসমেরী কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ শাহেদ রাহমান,
জগন্নাথপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply