আন্তর্জাতিক ডেস্ক::
উগান্ডায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে পূর্বাঞ্চলের মাউন্ট এলগনে ধস নেমে পাদদেশের একটি ছোট্ট শহর সম্পূর্ণ চাপা পড়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
একটি পাহাড় থেকে হঠাৎ করে বিশাল বোল্ডার গড়িয়ে পড়ে মূল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে ওই ধস নামে। দুর্গত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কমিশনার মার্টিন ওয়ার জানান, বৃষ্টিপাত ও দুর্যোগে অনেকেই একটি বাণিজ্য সেন্টারে আটকা পড়েছিলেন। পাহাড় থেকে বিশালাকৃতির অসংখ্য বোল্ডার গড়িয়ে নিচের একটি নদীতে পড়ে। এরপর নদীর পানি দুকূল উপচে আরো প্রাণহানী ঘটায়।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply