স্বদেশ ডেস্ক::
‘শান্তি জিতলে-জিতবে দেশ’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শান্তির পক্ষে শপথ নিলেন আওয়ামী লীগের একশ’ নেতা।
বৃহস্পতিবার সকালে শহরের শালতলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজিত প্রতিনিধি সভায় বাগেরহাট জেলা ও উপজেলা পর্যায়ের একশ’ নেতা এ শপথে অংশগ্রহণ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু আওয়ামী লীগের নেতা কর্মীদের এ শপথবাক্য পাঠ করান।
শপথে অংশগ্রহণকারী নেতারা জাতীয় নির্বাচনে সহিংসতা নিরসনে বিভিন্ন সুপারিশ, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূলের মতামতসহ বিভিন্ন বিষয় ফিলিপ চাটে লিখে উপস্থাপন করেন। ইন্টারন্যাশনাল তৃণমূলের এসব মতামত ও সুপারিশসমূহ দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করে থাকে।
এ সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ডা. মো. মোজাম্মেল হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের মোস্তাফিজুর রহমান সোহেল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়কারী আমেনা সুলতানা, মাস্টার ট্রেইনার আক্তারুজ্জামান বাচ্চু, ফেলো ইমরুল কায়েস পান্থসহ আরও অনেকে।
ইউএসএআইডি এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের Strengthening Political Landscape (SPL) প্রকল্পের আওতায় ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজনৈতিক নেতাদের এ শপথ অনুষ্ঠিত হয়।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।