স্বদেশ ডেস্ক::
পটুয়াখালী থেকে ফুপুর লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরেছেন জেলার কুয়াকাটার মহিপুরের এক ব্যবসায়ী। মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
বৃহস্পতিবার শেষ বিকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এলাকার ঘটখালী উশ্যিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আসাদ মহিপুরের মৎস্য ব্যবসায়ী ফজলুল হক হাওলাদারের ছেলে।
নিহত আসাদের পরিবার জানায়, পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফুপু সুফিয়া বেগম (৬০) বৃহস্পতিবার বিকালে মারা যায়। তার লাশ নিয়ে আসার জন্য পটুয়াখালীতে যায় মহিপুরের মৎস্য ব্যবসায়ী আসাদ।
লাশবাহী গাড়ির পাশাপাশি ব্যবসায়ী ওই যুবক একজন আরোহী নিয়ে মহিপুরের উদ্দেশে আসছিল। পথে এক মহিলা রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের গাছের ওপর উঠিয়ে দেয় মোটরসাইকেল। এ সময় চালক আসাদুজ্জামান আসাদ (২৮) ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলের অপর আরোহী কামালের (৪৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাকে দুর্ঘটনার পরপরই পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া রাস্তা পার হওয়ার সময় আহত মাহিনুরকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার খবর মহিপুরের পৌঁছামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, খবর পেয়েছি। পথচারী মাহিনুরকে রক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আসাদুজ্জামান আসাদ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply