মোঃ তাজুদুর রহমানঃ
মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এ শ্লোগান নিয়ে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধা কোটা পুনঃবহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মৌলভীবাজার জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও পরিবারের সদস্যরা ব্যানার- পেস্টুন ও পতাকা নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এড. আশরাফ হোসেন কামাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, সদর উপজেলার সাবেক কমান্ডার আনসার আলী, মুক্তিযোদ্ধা সন্তান নয়ন দেব ও সুজিত কুমার সিংহ প্রমুখ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর দেয়া সরকারী চাকুরীর ক্ষেত্রে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনঃবহালের দাবী জানান। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুদৃষ্ঠি কামনা করেন তাঁরা।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply