বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, বহিরাগতরা অবৈধ পন্থায় বিশ্বনাথে কোনোভাবেই শিক্ষক নিয়োগ হতে দেয়া হবেনা। এবং এদের বিরুদ্ধে ও তাদেরকে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে জন্য কঠোর অন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১১অক্টোবর) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে আইন শৃঙ্খলার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আসন্ন শারদীয় দূর্গাপূজার মন্ডপগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ, আইন শৃঙ্খলা রক্ষায় প্রসাশনের সজাগ দৃষ্টি থাকার আহবান জানান তিনি ।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী ভূমি অফিসার ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি একেএম মনোওর আলী, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান এ্যাড. মোহাম্মদ আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, পল্লি বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, উত্তরপূর্ব প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য অপু, সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, অনলাইন প্রেসক্লাব সভাপতি কামাল মুন্না, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নবীন সোহেল প্রমূখ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলার ২৪টি পূজা মন্ডপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply