স্পোর্টস ডেস্ক::
ধর্ষণের অভিযোগ ওঠার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাচ্ছেন ঘটনার শিকার ক্যাথরিন মায়োরগা এবং তার আইনজীবী। আর মিডিয়া সাপোর্ট দিয়ে যাচ্ছে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল। পত্রিকাটি গতকাল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ৮ বছর আগে করা রোনালদো-মায়োরগার আপোষনামা ফাঁস করেছে। এরপরেই মুখ খুলেছেন পর্তুগিজ সুপারস্টারের আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন।
পিটার প্রথমেই সেই চুক্তিপত্র ফাঁসের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘একটি সংবাদমাধ্যম দায়িত্বজ্ঞানহীনভাবে চুরি করা ডিজিটাল তথ্যাদি নিজেদের মতো করে ব্যবহার করে’ এই প্রতিবেদন করেছে। সেই তথ্যাদির ‘গুরুত্বপূর্ণ অংশ পুরোপুরি পরিবর্তন করে বানানো হয়েছে।’
কিন্তু কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মুখ বন্ধ রাখতে চুক্তিপত্রের ব্যাপারটি জুভেন্টাস তারকা অস্বীকার করছেন না। কিন্তু কাজটি করার পেছনে যে কারণ ছিল তা বিকৃত করা হয়েছে। এই চুক্তিপত্র কোনো অবস্থাতেই অপরাধের স্বীকারোক্তি নয়। অভিযোগটির নিষ্পত্তি করতে রোনালদো শুধু তার আইনজীবীর কথা শুনেছেন।’
‘এই অভিযোগের ব্যাপারে আমার মক্কেলের অবস্থানের কোনো নড়চড় হয়নি। ২০০৯ সালে লাস ভেগাসে যা ঘটেছিল সেটি পুরোপুরি দুজনের সম্মতিতেই হয়েছে।’
উল্লেখ্য, ফাঁস হওয়া চুক্তিপত্রে দেখা গেছে, আইনজীবীর প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘ধর্ষণের সময় সে (মায়োরগা) বারবার ‘না’ ‘না’ বলেছিল এবং চিৎকার করেছিল।’ সুতরাং, দালিলিক বক্তব্য সত্য হলে রোনালদোর আইনজীবীর বক্তব্যকে সত্য বলা যায় না- এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply