ছাতক প্রতিনিধিঃ
ছাতক মাইক্রো শ্রমিক রোড উপ কমিটির নির্বাচন বুধবার মাইক্রো শ্রমিক কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দু’সপ্তাহ ব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারনায় মাইক্রো শ্রমিক রোড উপ কমিটির নির্বাচন উৎসবে রূপ নেয়।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মইনুদ্দিন মোটরসাইকেল প্রতীকে ১শ’৩ ভোট পেয়ে মাইক্রো শ্রমিক রোড উপ কমিটির সভাপতি পদে এবং এমএইচ খালেদ আনারস প্রতীকে ১শ’১১ ভোট পেয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া চেয়ার প্রতীকে ১শ’১৫ ভোট মোহাম্মদ ওয়াসিম সহ-সভাপতি পদে, চাকা প্রতীকে ১শ’২০ ভোট পেয়ে নজরুল ইসলাম সহ-সম্পাদক, কাপ-প্লেইট প্রতীকে ৯৯ ভোট পেয়ে শামীম আহমদ উজ্জল সাংগঠনিক সম্পাদক, লাইটেস প্রতীকে ১শ’২ ভোট পেয়ে ফয়সল আহমদ ক্যাশিয়ার এবং মোরগ প্রতীকে ১শ’২৭ ভোট পেয়ে জিল্লুর হাসান কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন নুরুল হক, পরিচালনায় ছিলেন বুরহান উদ্দিন, সোহেল আহমদ প্রমুখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply