আন্তর্জাতিক ডেস্ক::
সাইক্লোন তিতলি আছড়ে পড়ল ওড়িশা ও অন্ধ্র উপকূলে। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকেই শুরু হয় তিতলির তাণ্ডব। ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বষ্টিপাতের জেরে এখনই লণ্ডভণ্ড ওড়িশার গোপালপুর ও তৎসংলগ্ন এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, ওড়িশায় ১৪০ কিমি বেগে আছড়ে পড়ে তিতলি।
ভারতীয় আবহাওয়া দপ্তর তাদের সতর্কবার্তায় ঘর্ণিঝড় তিতলিকে ‘অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়’ হিসেবে বর্ণনা দিয়েছে।
এদিকে তিতলির প্রভাবে জনজীবন ব্যাহত হতে শুরু করেছে। গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ গোপালপুর ও বেরহারমপুরে বেশি। সড়ক যোগাযোগ সেখানে বিচ্ছিন্ন।
এখনও অবধি সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গঞ্জম, গজপতি, পুরী, খুরদা ও জগতসিংহপুরে। সঙ্গে ঝড়ো হাওয়া। এছাড়া ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। রেলের তরফে জানানো হয়েছে, তিতলির কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে৷
আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উপকূলে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি।
ইতিমধ্যে উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে নামতে বারণ করা হয়েছে।
বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply