আজকের স্বদেশ ডেস্ক::
কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন ‘ডিলিট ফর এভরিওয়ান ফিচারের মাধ্যমে। এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই সেই ফিচারে পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি গত বছর নভেম্বর মাসে প্রকাশ্যে আসে। লঞ্চ হওয়ার পরেই জনপ্রিয় হয়ে ওঠে এই ফিচারটি। কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন। কিন্তু এ সময় খুবই অল্প বলে অভিযোগ জানাচ্ছিলেন গ্রাহকরা।
এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই সেই ফিচারে বদল আনল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড করে দেয়া হয়েছে। ফলে মেসেজ পাঠানোর পরেও ডিলিট করতে হাতে ১ ঘণ্টা সময় পাওয়া যাবে।
চলতি সপ্তাহেই ‘ফরওয়ার্ড মেসেজিং’ নামে ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। আপনার পাঠানো মেসেজ অন্য কাউকে ফরওয়ার্ড করলে এ ফিচারটির মাধ্যমে সহজেই তা বোঝা যাবে।
তবে হোয়াটস অ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের নতুন সুবিধা এ মুহূর্তেই পাচ্ছেন না সবাই। শুধু হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনেই বরতমানে এ সুবিধা পাওয়া যাবে। -আইটি ডেস্ক
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply